আবু হানিফ পাকুন্দিয়া, কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাইম (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (০১ জানুয়ারী ) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পৌরসভা ৭নং ওয়াডের কমিশনার নাছির উদ্দিন এ তথ্য জানান।
সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাইম১৮ পাকুন্দিয়া উপজেলার এলাকার শহীদ মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদি আরবে যান নাইম । তিনি সেখানকার ৮মাস একটি কোম্পানিতে চাকরি করতেন।
কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.