মোঃ হামিদার রহমান প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় পাঠ্যপুস্তক উৎসব দিবসে বই বিতরণ করলেন সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। রোববার দুপুরে উপজেলার মীরগন্জ শালংগ্রাম কামিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে সাংসদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জনগণ নয় সকলের জন্য সমান। তিনি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এসময় আরও উপস্থিত অধ্যক্ষ আব্দুর রশীদ, ভাইস প্রিন্সিপাল গাজীউর রহমান। নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থী মিলন বলেন,নতুন বই পেয়ে আমরা খুবই খুশি।