মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ-সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সভাপতি সেক্রেটারি পদে ৪জন করে প্রতিদ্বন্দ্বিতা করে।
২৫৩ভোটে মধ্যে শত ভোটের কম পেয়ে জয়ী হয়েছেন সভাপতি পদে। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে মাত্র ২ভোট বেশি পেয়ে।
বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সেটি বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৫৩জনের ভোটে ও ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন। ক্লাবের ২৬৬ জন স্থায়ী সদস্যের মধ্যে ২৫৩ জন ভোট দেন।
কমিশনার ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।ঘোষিত ফলাফলেদ্বি বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নতুন (২০২২-২৩)মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে সর্বোচ্চ ১৯১ভোট পেয়েছেন ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার।চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি সালাহউদ্দিন রেজা,সম্পাদক দেবদুলাল
ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো.রেজা ৯৫ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার পেয়েছেন ৯৩ভোট। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ৩৬ভোট এবং প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ৩০ভোট পেয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ১৭৬ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৭৫ভোট।
সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১২৫ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ভোট।
সাধারণ সম্পাদক পদে পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক ৭৭ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ভোট। এছাড়া নজরুল ইসলাম ৬৩ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ভোট।
যুগ্ম সম্পাদক পদে যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ভোট।
অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১২৫ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ভোট।
ক্রীড়া সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার পেয়েছেন ১৯১ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ভোট পেয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন ৮০ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো.শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান ৩২ ভোট পেয়েছেন।
সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান ১২৩ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ পেয়েছেন ৬৩ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম ১৮৬ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীউর রহমান পেয়েছেন ৬১ভোট।
এছাড়া কার্যকরী সদস্য পদে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট,মোয়াজ্জেমুল হক ১৫২ভোট,আইয়ুব আলী ১২৫ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ভোট পেয়ে জিতেছেন। এছাড়া আবসার মাহফুজ ১০৬ভোট,রতন কান্তি দেবাশীষ ৭৩ভোট,স্বপন মল্লিক ৬৬ভোট পেয়েছেন।
উল্লেখ্যঃ এর আগে১৪ ও ১৫ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান,১৭ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ,১৮ডিসেম্বর বিকেল ৩টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ,১৯ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ডিসেম্বর দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।