নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খতমে কুরআন, দোয়া ও কেটে উদযাপিত হল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৮০তম জন্মদিন। রবিবার (০১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উদ্ভোধনের মাধ্যমে মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এঁর জন্ম বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন প্রেরণা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান সমন্বয়কারী মনোয়ার হোসাইন রনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ, ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভোপাল নন্ধীসহ শতাব্দিক বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।