মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
নানা আয়োজনে জমকালো অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দিপনায় পালিত হলো প্রবাসী বীর রেমিটেন্স যোদ্ধাদের প্রাণের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি:এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন।আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শনিবার (৩১ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় পুলিশ প্লাজাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ষপূর্তি অনুষ্ঠান।
এতে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে দেশে অবস্থানরত প্রবাসী অতিথি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।ওমান কিং জালান গ্রুপের চেয়ারম্যান আব্দুল মান্নান, মোঃ ছৈয়দ, নুরুল কবির, শাহাদাত হোসেন,আলী মোঃ জিয়া, মোঃ জসিম (প্রবাসী)
হাজী আবুল কাশেম, সোহেল সিকদার, জসিম কুসুমপুরী,এস এম জসিম, এহসান বাবু, জামালউদ্দিন বাদশা, মাহমুদুর রহমান, আব্দুস শুক্কুর ও মোঃ মনির।বক্তারা বলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে দাঙ্গা রেখেছে। কিন্তু দেশে এসে সেই সকল প্রবাসী রেমিটের যুদ্ধ প্রতিটি পদে পদে এয়ারপোর্ট হতে শুরু করে পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে লাঞ্ছিত হয়।
প্রবাসীদের বৈধ কেন সংগঠন না থাকায় কথা বলার প্লাটফর্ম না থাকায় আজ প্রতিটি ক্ষেত্রে অপদস্থ হতে হয়।
আজ চট্রগ্রাম প্রবাসী ক্লাবের মত একটি সংগঠন প্রতিষ্ঠা হওয়াতে বিশেষ করে চট্টগ্রামের প্রবাসী সদস্যদের বিভিন্ন দাপ্তরিক সমস্যা লাগব হচ্ছে, সেই সাথে প্রবাসে বিভিন্ন ভাবে দূর্ঘটনায় নিহত প্রবাসীদের পরিবার বিধবা ভাতা সহ ছেলে মেয়েদের এককালীন শিক্ষা ভাতা, পরিবারের বয়স্করা পাচ্ছেন বয়স্ক ভাতা ও চিকিৎসা সহযোগিতা।
অনুষ্ঠানের সুচনা হয় কোরআন তেলাওয়াত'র মাধ্যমে। তেলোয়াত করেন মাওলানা জিন্নাত বেলাল। অনুষ্ঠানে প্রবাসী সদস্যদের পরিবার পরিজনদের ছিলো সরব উপস্থিতি।এসময় প্রবাস থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন ক্লাবের কার্যকরী কমিটির প্রবাসী সদস্যদের মধ্যে মোঃ কমর উদ্দিন, মোঃ দিদারুল আলম, কামালউদ্দিন পারভেজ, আকবর হোসেন অভি, মোঃ ওসমান ও মোঃ কমর উদ্দিন। অনুষ্ঠান শেষে
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের তৃতীয় বর্ষের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.