তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নেতৃত্বে জামালপুরের সরিষাবাড়ীতে ৩৯ তম মাজালিয়া মধ্যপাড়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া মধ্যপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি উপস্থিত ছিলেন। এর উদ্বোধন করেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (স্বপন)। বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব আনোয়ারুল হক তালুকদার (আয়নাল হাজী),পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ এসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি আবু সাঈদ মিন্টু, ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ডলি আক্তার প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশাজীবী সহ হাজার হাজার দর্শক ঘোড়া দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় নাগর দোলা সহ বিভিন্ন দোকান পাট বসানো হয়।