মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
শম্ভূপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভূপুরে অবস্থিত দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ২০২২ ইং অনুষ্ঠান বুধবার বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাসউদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মাদাসা পরিচালনা কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান অলিউল ইসলাম অলি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ কর্পোরেশনের ম্যানেজিংডাইরেক্টর আলহাজ্ব ফারুক উদ্দিন, গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএসের সেন্ট্রাল কমিটির যুগ্ন মহাসচিব ও বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজু,মাদ্রাসার পরিচালনা পরিষদের বিদ্যুৎশাহী সদস্য খন্দকার নাসির উদ্দিনসহ অনেকে।
এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে নূরানী, নাজেরা বিভাগসহ প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে ১ম,২য়, ৩য় স্থান অধিকারী ছাত্র- ছাত্রীরা, শিক্ষকবৃন্দ, প্রেন্সিপাল সহ অতিথিবৃন্দের হাত থেকে পুরুস্কার গ্রহন করেন।মাদ্রাসার হেফজ বিভাগের ৬ জন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়,উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ নাসির উদ্দিন প্রধান ও মাওলানা মোঃ উবাই দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.