আবু হানিফ পাকুন্দিয়া, কিশোরগন্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া মিজাপুর সিনিয়র আলীম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বুধবার সকাল ৪টায় ৩০ মিনিটে মাল্টি কেয়ার হাসপাতাল ধানমন্ডি ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সার লিভার ভিন্ন শারীরিক জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মজিতপুর বালিকা দাখিল সংলগ্ন বেবুদ রাজা পকুর পাড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে মজিতপুর পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। তিনি একজন আদশ শিক্ষক একজন অমায়িক, সৎ ও পরহেজগার মানুষ ছিলেন।
তার মৃত্যুতে পাকুন্দিয়া পৌরসভা মেয়র নজরুল ইসলাম আকন্দ, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মজিবুর রহমান , বরাটিয়া আলীম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আসাদুল্লাহ, পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম সহ মিজাপুর সিনিয়র আলীম মাদ্রাসা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.