মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
ফেনী হতে ৫০কেজি গাঁজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটকসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭লক্ষ ৫০ হাজার টাকা। র্যাব-৭,চট্টগ্রামের অভিযানে গতিবিধি সন্দেহজনক মনে হলে,অভিনব কৌশলে আসামিদের আটক করা হয়।
আজ ২৭ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। আসামিদের আটক করা হয়।
র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্য কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে গাড়ীর ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়ীসহ আসামী মোঃ রবিউল (৩৫) ও মোঃ ইমরান হোসেন (২৮) কে আটক করতে সক্ষম হয়।
র্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কাভার্ড ভ্যানযোগে মাদক বহন করে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের আটক করা হয়।
আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তাঁরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে উক্ত কাভার্ড ভ্যানের ড্রাইভিং সীটের পিছনে ০৩টি পাটের তৈরি চটের বস্তার ভিতর হতে মোট ৫০কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।