ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে ২৪২ বোতল ফেন্সিডিল ও ৫৩.৫ কেজি গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি পিকআপ জব্দ।
২৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন মালিহাতা সাকিনস্থ জিন্নাত অটো রাইচ মিল এর বিপরীত পাশের্^ সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগাড়ী লেনের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমন(১৯), পিতা- মোঃ জয়নাল আবেদীন, সাং-ভৈরপুর উত্তর পাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটক করে। এসময় ধৃত আসামীর দখলে থাকা পিকআপ তাল্লাশী করে ২৪২ (দুই শত বিয়াল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৫৩.৫০০ (তিপ্পান্ন কেজি পাঁচ শত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ০১ টি পিকআপ জব্দ।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।