1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

নাটোরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান: ২,০০,০০০ টাকা জরিমানা

  • প্রকাশ কাল বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ২৮ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ০৮:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় অবস্থিত নাজিম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারীঃ নাজিম) ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে অপরাধে ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

রাজশাহী RAB-05 এর হেডকোয়ার্টার এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST