ডেস্করিপোর্ট ঃ কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৬/১২/২২ খ্রি: ১৬.৪০ ঘটিকায় কুলিয়াচর থানাধীন আগরপুর পশ্চিমপাড়া জনৈক আঃ কদ্দুছ (৬০) এর চায়ের দোকানের সামনে আগরপুর টু বাজিতপুরগামী পাকা রাস্তার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মনজুরুল কহ (৪২) পিতা -ইসমাঈল হোসেন সাং - কয়ারখালি থানা +জেলা -কিশোরগঞ্জ ২। মোঃ রাসেল (২২) পিতা -আঃ শুক্কর সাং-শ্যামগঞ্জ ২নং ওয়াড ১ নং শ্যামগঞ্জ থানা- লক্ষীপুর সদর জেলা - লক্ষীপুর বর্তমানে সাং- সোনালি বেগম এর বাড়ির ভাড়াটিয়া সাং- সাহেবপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়নঞ্জ দের গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজত থাকা সর্বমোট ১২০০(বারোশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.