নিজস্ব সংবাদদাতা
আজ রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০টায় ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর হানিফ ব্যাপারী বাড়ী সংলগ্ন উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জামিয়া মাহমুদিয়া চর খরিচার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আবু সাঈদ দা. বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ।
জামিয়া মাহমুদিয়া চর খরিচার শিক্ষা সচিব ও উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার সভাপতি মুফতী বদরুল আমিন এর পরিচালনায় দেশবরেণ্য উলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিহালা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোবারক হোসাইন, বিসকা আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা হোসাইন আহমদ, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি নূরে আলম সিদ্দিকী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.