ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ "বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও ভ্রাম্যমান প্রশিক্ষক ইউনিটের সহযোগিতায় সমবায় সমিতির সদস্যদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষন দেওয়া হয়।
২২ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা হতে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ প্রশিক্ষন কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের।তিনি তার বক্তব্যে সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক বিষয়ে আলোচনা করেন।পাশাপাশি ভাতা ভোগীদের ভাতা পাওয়ার ও না পাওয়া কারন সম্পর্কেও আলোচনা করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক অলকা আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারি পরিদর্শক মোঃমিজানুল হক, অফিস সহায়ক মোঃ হাবিবুর রহমান, বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফারজানা আক্তার ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.