ডেস্ক রিপোর্ট ঃ র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন স্টেশন এলাকা হতে ৪৯(ঊনপঞ্চাশ) টি আসনের ট্রেনের টিকিট ও ০২টি
মোবাইল’সহ ০২(দুই)জন কালোবাজারী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ সত্যতা
যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী
চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অদ্য ২১ ডিসেম্বর ২০২২খ্রিঃ
১৬.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে র্যাব- ১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে
৪৯(ঊনপঞ্চাশ)টি আসনের ট্রেনের অগ্রীম টিকেট’সহ টিকিট কালো বাজারীর সাথে জড়িত ১। বাচ্চু মিয়া(৫৬), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-পূর্ব তারাপাশা, ২। সজীব কুমার দাস(৬০), পিতা-মৃত নক্ষত্র চন্দ্র দাস, সাং-পশ্চিম তারাপাশা, উভয় কিশোরগঞ্জ পৌরসভা ০৭ নং ওয়ার্ড, থানা ও জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। সে সময় তাদের নিকট হইতে ০২টি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা
দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.