শাল্লা ( সুনামগন্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের শাল্লায় চুরির দায়ে দুই পেশাদার চোরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে শাল্লা থানা পুলিশ। ২১ ডিসেম্বর (বুধবার) ওই দুই চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ওই দুই পেশাদার চোর হলো ছাতক উপজেলার মুক্তারপুর গ্রামের কুতুব উল্লার ছেলে লিয়াকত (৪৬) ও দিরাই উপজেলার জাহানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৪৫)।
জানা যায় গত ১৬ ডিসেম্বর রাতে শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন এর আঙ্গারোয়া গ্রামের ৪টি কৃষকের বাড়িতে চুরি করে তারা। পরে ওই গ্রামের রনধীর দাস থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২০ ডিসেম্বর দিরাই উপজেলার জাহানপুর ও ছাতক উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ওই দুই চোরকে গ্রেফতার করে।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন বাহাড়া ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের ৪টি বাড়ির চুরি হওয়া মোবাইল, নগদ টাকা, গহনা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ২০ডিসেম্বর গভীর রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। (আজ) ২১ ডিসেম্বর (বুধবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.