নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : অগ্রণী ব্যাংক লিমিটেড নন্দীগ্রাম শাখায় উদ্যেগে প্রকাশ্য কৃষিঋণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংক ও অগ্রনী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অঞ্চল প্রধান ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাংক চত্বরে নন্দীগ্রাম উপজেলার ১০জন কৃষকের মাঝে ৩ লাখ ৩৮ হাজার টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ও অঞ্চল প্রধান শাহজাহান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কৃষি বিষয়ক কর্মকর্তা কালীপদ মোদক, এমও রেজাউল করিম, পিও মোকছেদুর রহমান, শিল্প ও বণিক সমিতি সভাপতি আব্দুল করিম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.