ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ১৬:৩০ ঘটিকায় কটিয়াদী থানাধীন লোহাজুরি ইউপির দশপাখি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। আব্দুল্লাহ(১৯) পিতা- শুকুর আলী, সাং- দশপাখি, ২। বিজয় (১৯) , পিতা - ফিরোজ উদ্দিন ভূঞা, সাং পূর্বচর পারাতলা, ৩। আঃ সামাদ(২৫) পিতা মৃত আবু বকর সিদ্দিক, সাং দশপাখি, সর্ব থাকা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ দেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থাকা সর্বমোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭.০০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এসআই(নিঃ) মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ২২:৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন আতরতোপা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আক্কাস (৪৫) পিতা মৃত নুরুল ইসলাম, সাং পশ্চিম সহশ্রাম , ২। মোঃ মামুন(৩০), পিতা জামাল মিয়া, সাং সতেরধোন (মোড়ল বাড়ি) উভয় থানা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ কে গ্রেফতার করে এবং হেফাজত থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২২:৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এসআই(নিঃ) হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ২২:৪৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন আতরতোপা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তোফায়েল (২০) পিতা ইমাম হোসেন, সাং কৈতরিপাড়া, কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে লাল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন চোরাই বাজাজ ডিসকভার ১০০ সিসির একটি পুরাতন মোটর সাইকেল উদ্ধার করে ২২:৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। উল্লেখিত ঘটনায় আসামিদের বিরুদ্ধ পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.