আবু হানিফ পাকুন্দিয়া : লাল সবুজের কাপড়ে মোড়ানো প্যান্ডেল। সুসজ্জিত পাকুন্দিয়া ঈদগাহ ময়দানে চত্বর। চতুর্দিকে ভিন্ন এক আমেজ। প্রতি বছরেই এখানে জড়ো হন কোরআন প্রেমিরা।কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণ আয়োজনে পাকুন্দিয়া হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ,পাকুন্দিয়া উপজেলায় ৩৫টি মাদ্রাসা অংশগ্রহণ করেন এতেে ছাএ সংখ্যা ছিল ২০৫জন , মাদরাসার প্রতিযোগিরা।আজ ১৮ই ডিসেম্বর ২০২২ (সোমবার) সকাল ১০ ঘটিকা হতে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দানে হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেলেন পাকুন্দিয়া উপজেলা নারান্দী ইউনিয়ন আগর পাটা হাফিজ মাদ্রাসা। ২য় পুরস্কার পেলেন আল হেরা হাফিজ মাদ্রাসা পাকুন্দিয়া। ৩য় পুরস্কার পেলেন ফাহাদ দারুল মারুফ হাফিজ মাদ্রাসা।
আমন্ত্রিত মেহমানের হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম( রেনু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভা মেয়র নজরুল ইসলাম আকন্দ।
সিদ্দিক হোসেন রিপন কমিশনার ৮নং পাকুন্দিয়া পৌরসভা প্রমুখ।সভাপতি করেন মাওলানা মুফতি ওমর ফারুক সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রঃ) পাকুন্দিয়া উপজেলা।
মাওলানা শাব্বির আহমদ রশিদ দা বা, হযরত মাওলানা এমদাদুল্লাহ শায়খুল হাদিস আল জামিয়াতুল এমদাদ কিশোর গন্জ।