ষ্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পি পি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মোকাবিলায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ইসলামী শক্তির ঐক্য চাই।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষের যড়যন্ত্রের শিকার ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এম পি জননেতা এম. এ আউয়াল এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবী জানিয়ে বলেন, ইসলামী শক্তিকে সংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এম. এ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান তার বক্তব্যে স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সন্ত্রাস, দূর্নীতি প্রতিরোধ ও খাদ্য সহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা দলের প্রেসিডিয়াম সদস্য মোঃ ওমর ফারুক বলেন, দূর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, মুনাফাখোর অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়ায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতিতে জনগণের মাঝে আজ হাহাকার শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয়, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান এডভোকেট মোঃ জয়নুল আবেদীন খান, জাতীয় গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী ও
বাংলাদেশ গণ কাফেলার সভাপতি হাকীম গোলাম মোস্তফা।
সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কাজী মাসুদ আহম্মেদ বলেন, দেশের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তির দোসরদের কোন যড়যন্ত্র আমরা সফল হতে দিব না। যে কোন মূল্যের বিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকেই আবার ক্ষমতায় আনতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ, জগদীশ কর্মকার, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর ও প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খান প্রমূখ। আলোচনা শেষে সদ্য কারামুক্ত দলের চেয়ারম্যাান সাবেক এম পি এম. এ আউয়াল এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।