বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
মহান বিজয় দিবস উপলক্ষে
একতারা২০০০ প্রতি বছরই ঘটা করে দিনটি উদযাপন করে থাকে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দেশ বরেণ্য সাংবাদিকদের দিয়ে থাকে প্রতিবছর বিশেষ সম্মাননা। এ বছরও ব্যাতিক্রম হয়নি একতারা পরিবারের এই আয়োজন।
নরসিংদী জেলার বেলাব উপজেলার গুণী সাংবাদিক হিসেবে মনোনীত হয়েছেন বেলাব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ দিদার হোসেন পিন্টু। তিনি এই বছর ও পেয়েছেন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একতারা বিজয় উৎসব সম্মাননা পদক ২০২২। একজন প্রতিবন্ধী মানুষের কল্যাণে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।
অনুসন্ধানী সাংবাদিকতায় বিরল প্রতিভার সাক্ষর রেখেছন। অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক সাংবাদিক হিসাবে এলাকাজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। ইতিমধ্যেই এই মানবিক সাংবাদিক ২০১৯ সালে একতারা পরিবারের দেশসেরা সাংবাদিক হিসাবে ভূষিত হয়েছেন।
১৬ই ডিসেম্বর শুক্রবার ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে একতারা ২০০০ আয়োজিত একতারা বিজয় উৎসব ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজ এর পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউল হক সেলিম। উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বনসাই শিল্পী ও গবেষক কে এমন সবুজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
একতারা ২০০০ এর সিইও নাসিমুল ইসলাম নাসিম।
প্রতি বছরের মতো এবারও একতারা বিজয় উৎসব উপলক্ষে ছয় জন গুণী মানুষকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
পরিশেষে সংগীত শিল্পী কাজল গোস্বামীর পরিচালনায় এক মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.