নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জ ১৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মহান বিজয় বিজয় দিবস পালান ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ৷ দিবসটি উপলক্ষে সদর উপজেলার পাঁচটি ক্লাস্টারের প্রতিটি প্রাথমিক বিদ্যালযে সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ পরে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ‘ ৷ এ উপলক্ষে বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন , কবিতা আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করা হয় ৷ পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ৷কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক এ সকল বিদ্যালয় তদারকি করেন ৷