ডেস্ক রিপোর্ট ঃ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫২ পীস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০৭জন।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এসআই(নিঃ) মোঃ মাহবুব উল্লাহ্ সরকার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩/১২/২২ খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটাল মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৫-৮৭৮৬) তল্লাশী করে আসামি ১। মো: বাবু (২৮) (ড্রাইভার), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-তেতুলিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল ২। মো: মিনহাজ উদ্দিন লিমন (২০) (সহযোগী), পিতা-মৃত মো: সোহেল মৃত, সাং-ঘোড়াদৌড়, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জকে আটক করে এবং তাদের হেফাজত হতে অর্থাৎ ট্রাকে তাদের বসার সিটের পিছন হতে মোট ০৬ (তিন)কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ১০.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
কটিয়াদী থানাধীন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বাগত আদিত্য গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কটিয়াদী মডেল থানাধীন গচিহাটা সাকিনের গচিহাটা বাজারস্থ গচিহাটা রেলক্রসিং এলাকায় ১৩/১২/২০২২ খ্রিঃ তারিখ ১৭.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ সুমন মিয়া (৩৮), পিতা মৃত- আসাদুজ্জামান @ সোনা মিয়া, সাং- সাদের জঙ্গল, ২। সালাউদ্দিন মিয়া(৩৮), পিতা- মৃত হাবিবুর রহমান@ আক্কাস মিয়া, সাং-কান্দাইল, উভয় থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে একটি মোটর সাইকেলসহ আটক করে এবং তাদের হেফাজত হতে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করে ১৭.৩০ ঘটিকায় জব্দ করে হেফাজতে নেয়।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় কর্মরত এসআই(নিঃ) কাউসার আল মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৩/১২/২০২২ খ্রিঃ সন্ধ্যা ১৮.১৫ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন কুলিয়ারচর বাজারস্থ লঞ্চঘাট সংলগ্ন জনৈক সুবোধ বাবুর মাছের আড়তের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা- মৃতঃ কবির মিয়া, মাতা- সাকিয়া বেগম, সাং- নগর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ ২। মোঃ সোহাগ মন্ডল (২৮), পিতা- মৃতঃ শামসুউদ্দিন, মাতা- মোছাঃ শোভা, সাং- তেঘরিয়া মন্ডলপাড়া, থানা- ইসলামপুর, জেলা- জামালপুরকে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের সাথে থাকা কাঁধ ব্যাগ হতে সর্বমোট ০১ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৩/১২/২০২২ খ্রিঃ ১৮.৩০ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করে হেফাজতে নেয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ এর এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৩/১২/২০২২ খ্রি: ১৬:০৫ ঘটিকায় কটিয়াদি থানাধীন আচমিতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি পারভীন বেগম (৩৫), স্বামী-আনোয়ার হোসেন আনু, সাং-আচমিতা, থানা-কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জকে গ্রেপ্তার করে এবং আসামির হেফাজত হতে সর্বমোট ২৫২ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৬:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।