ডেস্ক রিপোর্ট
বিকেএসপি কাপ অ-১৮ ইন্টারন্যাশনাল ইনভাইটেশনাল হকি টুর্নামেন্টে বিকেএসপি রেড
দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গতকাল বিকেলে হকি টার্ফে অনুষ্ঠিত
ফাইনাল খেলায় বিকেএসপি রেড ৩-১ গোলে ভারতের উড়িষ্যা নেভাল টাটা হকি এইচ পি
দলকে পরাজিত করে। বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্ণেল মিজানুর রহমান
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার
প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন । টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার নির্বাচিত হর
বিকেএসপি লাল দলের রাকিবুল হাসান রকি ও ম্যান অব দ্য ফাইনাল হন একই দলের
নুরুজ্জামান নয়ন । ভারতের উড়িষ্যা নেভাল টাটা হকি এইচ পি সি দলের রহিত সিং ২৭
গোল দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। টুর্নামেন্টে
বিকেএসপি গ্রিন তৃতীয়, বাংলাদেশের কুন্স কম্বাইন ফাইটার চতুর্থ, মালয়েশিয়ার প্যানাং
হকি এসোসিয়েশন পঞ্চম এবং শ্রীলঙ্কার স্কুলস হকি এসোসিয়েশন ৬ষ্ঠ স্থান লাভ
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.