রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপজেলা শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের সোনালী ব্যাংক চত্বরের এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ বক্তব্য দেন।
এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোবাহান আলী,সহ-সভাপতি এটিএম সাজেদুল মন্ডল চাঁদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মিল্টন, সাবেরা সুলতানা হ্যাপি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, চাকিরপশা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান রোকন,সাবেক ছাত্র নেতা আলিম ব্যাপারী, সরওয়ার হোসেন বাবলু,রেজাউল করিম রেজা সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহন করেন। #
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.