বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-আমাদের রাজনীতি ঐক্যের উন্নয়নের। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না আমরা ঐক্যেবদ্ধভাবে দলকে এগিয়ে নিবো। বেলাব হবে সমগ্র দেশর মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা।শতশত লোকের কর্মসংস্থান হবে নারায়ণপুরের বিসিক শিল্প নগরীতে। বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার মন্ত্রণালয় সর্বক্ষণ খোলা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বেলাব উপজেলার ভূমিহীন হরিজন সম্প্রদায়কে পূর্নবাসনের লক্ষে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে ধরে উন্নয়নে কাজে এগিয়ে যাচ্ছে দূর্বারগতিতে তাই আবার ও আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান।
উপজেলার বেলাব বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ৩০ টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান ভূইয়া'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.