সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বদলীজনিত বিদায় উপলক্ষে হোসেনপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরুল কায়েছ,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমূখ। পরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এঁর হাতে উপজেলা পরিষদের বিভিন্ন দফতর থেকে সম্মাননা ক্রেস্ট তোলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম ।