তন্ময় দেব
শাল্লা সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার অংশের শ্যামারচর বাজারে, ভয়াবহ আগুনে পুড়ে ৭ টি দোকান মালামাল,
প্রচীনতম এই বাজারে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে খবর শুনে বাজারের লোকজন সহ এলাকার সকল পেশার মানুষ ছুটে আসা আগুন নিভানোর জন্য । কিন্তু আগুনের ভয়াবহতার কারণে মানুষ কাছে যেতে পারছিলনা। নিরুপায় হয়ে প্রায় ৩ টায় দিকে পাশের উপজেলা দিরাই এর ফায়ার সার্ভিসে খবর দেন বাজারের লোকজন। প্রায় ১২ কিলোমিটার দুর দিরাই থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতেই পুড়ে যায় ৭ টি বড় বড় ব্যবসায়ী দোকান ঘর।
ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ত্রন করে। এদিকে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ৭ টি দোকান ঘর। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭ কোটি টাকার মালামাল। আগুনে পুড়া ঘরে
ছিল প্রানের ডিলার, হোটেল, কাচামাল,হার্ডওয়্যার, ভুসিমাল , ইলেকট্রনিক দোকান ঘর।
যাদের ব্যবসায়ী দোকান ঘর পুড়েছে তারা হলেন,
বিপ্লব রায়, স্বজল রায়,সমতোষ রায়, রনবির রায়, রাহুল রায়, ফারুক মিয়া, দুলাল মিয়া, ও প্রদীপ মিয়া।
এবিষয়ে আগুনে ঘর পুড়া ব্যবসায়ী রাহুল রায়ের ভাতিজা রাজিব রায় বলেন, কি করে রাতে আগুন লেগেছে বুঝতে পারিনি। তবে আগুন নেভানো অসম্ভব ছিল। পরে দিরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.