ডেস্ক রিপোর্ট ঃ
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ৫০০(পাঁচশত) পিস ইয়াবা
ট্যাবলেট ও ০২টি মোবাইল’সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানাধীন চাতল বাজার এলাকার দিকে আসতেছে। এমন
সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচায়ের জন্য অদ্য ২৯/১১/২০২২খ্রি. ১৪.০০ ঘটিকার
সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন চাতলবাজার এলাকায় চাতলবাজার টু গাবতলী
গামী পঁাকা রাস্তার উপর র্যাব চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী করতে থাকলে ০২ জন অজ্ঞাতনামা
ব্যক্তি র্যাবের চেক পোষ্ট দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স ঐ ০২জন
অজ্ঞাতনামা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ হৃদয়(২২),
পিতা-মোঃ জাহেদ, সাং-ঝাউতলা, ইউপি-নোয়াবাদ, ২। মোঃ সোহাগ(২৬), পিতা-মোঃ
সৌরভ, সাং-কলাবাগ, ইউপি-জয়কা, উভয় থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ বলে জানায়।
সে সময় তাদের দেহ তল্লাশী করে তাদের নিকট হইতে ৫০০(পাঁচশত)পিস ইয়াবা ট্যাবলেট ও
০২টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-
বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা
দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।