এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা এক অটোরিকশা চালক কে খোঁজে পাওয়া যাচ্ছে না। সে এক মাস ৬দিন যাবত নিখোঁজ রয়েছে। ওই ব্যক্তি নাম- আল আমিন (৩৫)। সে জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ঠুটারজঙ্গল এলাকার বাসিন্দা মোঃ মোস্তুফা কামালে ছেলে। আজও পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। তাই নিখোঁজ অটোরিকশা চালক পিতা এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করেন ।
এব্যাপারে তার পিতা ও এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো গত ২০ শে অক্টোবর রাত ১০.৩০ নিজ বাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয়ে আল আমিন তার । কিন্তু সে বাড়িতে আর ফিরেনি। এঘটনার পর সকল থেকে বাবা মোস্তফা কামাল ও পরিবারের লোকজন
তাদের নিকটতম আত্মীয়-স্বজন ও আশেপাশের এলাকায় খোঁজ নেওয়া হয়। কিন্তু আল আমিন কোন সন্ধান না পেয়ে গত ২০শে অক্টোবর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন বাবা । বর্তমানে অটোরিকশা চালক আল আমিন কোথায় আছে কেমন আছে,বেঁচে আছে নাকি মারা গেছে তার কোন তথ্য পাওয়া যাচ্ছে না। ওই ছেলে কে হারিয়ে তার বাবা-মা পাগল প্রায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ সুমন বলেন- আমরা সবাই মিলে অটোচালক আল আমিনকে খোঁজে বের করার চেষ্টা করছি।