মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
নানা আয়োজনে ধারাবাহিক কর্মসূচী আনুষ্ঠানিক কার্যক্রমে
২৫টি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে আয়োজিত-
জাতীয় বৌদ্ধ সেচ্ছাসেবী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
আজ ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ২টা-৭টা পর্যন্ত।
পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প চত্বরে মহাসমরোহে উদ্ভোধনী সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় উক্ত জাতীয় বৌদ্ধ স্বেচ্ছাসেবী সম্মেলন।
সমগ্র বাংলাদেশী বৌদ্ধদের একমাত্র রক্তদান কেন্দ্রীক সংগঠন”বাংলাদেশ বৌদ্ধ ব্লাড ব্যাংক”-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মানবিক ২৫টি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জাতীয় বৌদ্ধ স্বেচ্ছাসেবী সম্মেলন।
উক্ত সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শাসনবন্ধু ভদন্ত দয়ানন্দ মহাথেরো মহোদয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সন্মানিত সভাপতি বাবু অশোক কুমার বড়ুয়া মহোদয়।
উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন, আগ্রণী ব্যাংক লিঃ এর সহকারী মহাব্যবস্থাপক বাবু বিজয় বড়ুয়া মহোদয় এবং আরো ব্যক্তব্য রাখেন দেশ বরণ্য বৌদ্ধ নেতাবৃন্দ।
উল্লেখ্যঃ সমগ্র বাংলাদেশী বৌদ্ধদের প্রাণের বন্ধন,মহৎ ও মানবিক কল্যাণে সর্বদা নিবেদিত “বাংলাদেশ বৌদ্ধ ব্লাড ব্যাংক” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, মানবিক ২৫টি বৌদ্ধ স্বেচ্ছাসেবী। বিশেষ আকর্ষণ-সন্ধ্যা ৭টা হইতে ৮টা পর্যন্ত বাংলাদেশ বৌদ্ধ ব্লাড ব্যাংকের নিজস্ব শিল্পীবৃন্দদের দ্বারা মনোমুগ্ধকর বৌদ্ধ সংগীত পরিবেশনা, আতস বাজি প্রদর্শনী ও ফানুস উত্তোলন।
এহেন পূণ্যময় প্রানবন্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগীতা আর্থিক শ্রদ্ধাদান/অনুদানে সফলতায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে এহেন পূণ্যময় আয়োজনে বারেবারে সর্বদায় আমাদের সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে আরও সুন্দর সফল প্রানবন্ত বাস্তব রূপে সবাই সকলের সক্রিয়তা কামনা করছি।
সকলের আন্তরিকতা ভালোবাসা সহায়তায় মানবতা স্বেচ্ছাসেবী কার্যক্রমে একে অপরের প্রতি,সকলে সকলের প্রতি মানবসেবা মানবতাবোধে জাগ্রত হোক প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের ভুবন। আশা করি আপনি/আপনারা আমাদের সাথে থেকে আমারাও আপনাদের পাশে আছি সকলের মঙ্গল সুখ শান্তি সম্প্রীতি সুস্থ দীর্ঘায়ু শুভ কামনা করছি।