তন্ময় দেব, শাল্লা, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ডুমরা গ্রামের সুনামধন্য দক্ষ নাট্য অভিনেতা , নাট্য পরিচালক, দলিল লিখক আনন্দ মোহন দাশ চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ।
বৃহস্পতিবার ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন যাবত
শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন।
পরে সিলেট থেকে লাশ নিয়ে এসে কান্দকলা শ্মশানে উনার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আনন্দ মোহন দাশের ছেলে সুমন কুমার দাশ জানান, আমার বাবা দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। হঠাৎ গত শনিবার উনার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। ৬ দিন আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা জান।
আনন্দ মোহন দাশের বিষয়ে যাত্রা অভিনেতা শ্যামাপদ সরকার বলেন, আনন্দ বাবু একজন সর্বগুনের অধিকারী মানুষ ছিলেন। তিনি শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না তিনি একজন দলিল লিখক ও দক্ষ নাট্য পরিচালক ছিলেন। উনার মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করে উনার পরিবারের প্রতি সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.