আবু- হানিফ পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার পৌর সভায় ৯নং ওয়াডের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিরণ মিয়া (২৮) নামের এক প্রবাসীর। মাত্র তিনদিন আগেই তিনি বিয়ে করেছেন।
আজ শুক্রবার জুমআর নামাজের পর সৈয়দগাঁও আদু পাগলার মাজার-সংলগ্ন মাঠে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৪নভেম্বর) সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত কিরণ মিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থাকতেন চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিরণ মিয়া প্রায় ১২ বছর আগে দুবাই যান। পরে গত ২০ নভেম্বর পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন। কয়েক দিন আগে তিনি বিয়ে করেন। বিয়ের তিন দিন পর গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে মঠখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কের সৈয়দগাঁও জামে মসজিদ এলাকা-সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে কিরণ মিয়া ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খান। এতে তিনি মাথায় ও অণ্ডকোষে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে রাত ৯টার দিকে মারা যান কিরন মিয়া।
পাকুন্দিয়া পৌরসভা বতমান ৯নং ওয়াডে কমিশনার মোস্তফা কামাল বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা শোকাহত। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে এসে বিয়েও করে। এর তিন দিনের মাথায় এমন ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। পরিবার গভীর শোকাহত।’
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.