নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জ দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ
সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে বেলুন উড়িয়ে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য মেলায় বইয়ের স্টল
পরিদর্শন করেন তিনি।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, জামাত শিবির ও ৭৫ এর খুনিদের আশ্রয়স্থল বিএনপি।
তাদের হাতে এ দেশ কোনদিন নিরাপদ নয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারি
জিয়াউর রহমান। এ দেশে একটি মাত্র পরিবার যারা সকলেই খুনি।
মন্ত্রী আরো বলেন, এ দেশের কবি সাহিত্যিকরা সবসময় স্বাধীনতার পক্ষে কাজ করেছে। গণতন্ত্র চর্চা ও মুক্তি সংগ্রামে সবসময় সাহস
যুগিয়েছে। ভবিষ্যতেও সকল সংগ্রামে তাদের ভূমিকা থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া
নূর লিপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও কবি সাহিত্যিকরা উপস্থিত
ছিলেন।