ডেস্করিপোর্ট ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ এর এসআই(নিঃ) মোঃ মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২২/১১/২২ খ্রি: ১৫.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদিরজঙ্গল ইউনিয়নস্থ সাতারপুর গ্রামের জনৈক মেনু মিয়ার পুকুরপাড়ে টিনেরচালা ঘর হতে অভিযান পরিচালনা করে আসামি ১।মোঃ নুরুল আমিন (৩৩), পিতা- মৃত আঃ আজিজ, সাং- সাতারপুর পশ্চিমপাড়া, ২। মোঃ মাছুম মিয়া (৩৭), পিতা- মৃত আবুল কাশেম@ বাক্কার মিয়া, সাং- সাতারপুর গাংপাড়, ৩। মোঃ রাসেল (২১), পিতা- বাবুল,সাং- সাতারপুর পশ্চিমপাড়া,সর্ব থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জদের গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত থাকা ৩৭০( তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১৫.৫০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।