ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রৈবার্ষিক নির্বাচন ২০২২ এর ফলাফল প্রকাশ হয়।
১৯ নভেম্বর আহবায়ক কমিটির আয়োজনে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪২০ ভোটের মধ্যে ৩০৮ ভোট কাস্ট হয়। এতে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বীতা করে ১৫৬ ভোট পেয়ে লুৎফুল আজাদ সোহেল বিজয় লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়ন চন্দ্র দাস পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট। নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান।
নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্বরত শিক্ষক মোহাম্মদ শাফি উদ্দিন সোহেল এবং প্রিজাইটিং অফিসার হিসেবে দ্বায়িত্বরত কুলিয়ারচর সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার রাজিব কুমার দাস জানান,
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সুস্থ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলমান ছিল।ভোটারগণ মনের আনন্দে তাদের ভোটাদিকার প্রয়োগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.