শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ জাল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আশামনিকে প্রথমে ৭-৮ জন গণধর্ষণ ও পরে হত্যার বিচার প্রতিবাদে কয়েকশত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানবন্ধন কর্মসূচিতে এলাকাবাসী আশামনিকে গণধর্ষণ করার ফলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে। আশামনি হত্যার আসামি রনি মিয়া, সুকন মিয়া,একদিল মিয়া সহ ৭-৮ জন অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে নিকলী থানায় একটি হত্যা ও গণধর্ষণ মামলা দায়ের করেন বাদী মোঃ জাহাঙ্গীর আলম। এই ঘটনায় পুলিশ ৪ জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করেছে। কিন্তু মামলার প্রধান আসামি রনি মিয়া, একদিল মিয়া সুকন মিয়া ও তার লোকজন জাহাঙ্গীর মিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের মানবন্ধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান খানকে বার বার বললেও প্রকৃত আসামীদের গ্রেপ্তার করছে না বলে মামলার বাদী জাহাঙ্গীর মিয়ার অভিযোগ। এলাকাবাসী ও নিহত আশামনির মা ফাহিমা আক্তার তার দুই ছেলে আশরাফ, অন্তর মিয়া ও শিশু কন্যা রেশমা আক্তার বলেন, তার মেয়েকে যারা গণধর্ষন করে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.