ফারজানা আক্তার, কুলিয়াচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চরা গ্রামের ৭ নং ওয়ার্ডে জমির জের ধরে নারীদেরকে শ্লীলতা হানী ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
বড়চরা গ্রামের মৃত আঃরেজ্জাকের ছেলে মজলু মিয়া(৬০), মজলু মিয়ার ছেলে শ্যামল(৩০) ও নয়ন(২৫) এর উপর এ অভিযোগ ওঠে।
অভিযোগ সূত্রে জানায়,১৬ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় জোরপূর্বক অভিযোগকারির জমিতে ঘর তুলতে বাধাঁ দেওয়ায় কামাল উদ্দিনের স্ত্রী পুতুল বেগম(৩৮) ও রত্না বেগম (৩৫) কে মারপিট ও শ্লীলতা হানি করেন।পুতুল বেগম জানান, আমার শরিরে বিভিন্ন অংশে চাপা আঘাত করেছে এবং গায়ের কাপড় ছিরে ফেলেছে।
পুতুল বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, পুতুল বেগমের শরিরে চাঁপা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে পুতুলের বড় ভাই মিলন মিয়া বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার ওসি তদন্ত জানান,বিষয়টা দেখে আমি ব্যবস্থা নিতেছি।
৭ নং ওয়ার্ডের মেম্বার রমিজ উদ্দিন জানান,ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না।আমি বাড়িতে এসে শুনেছি।
এ ব্যাপারে শ্যামল ও নয়ন জানান, এ সকল অভিযোগ মিথ্যা। আমরা কাউকে প্রহার করিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.