আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেরীবাইদ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ দূর্গা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুশিল কুমার দাস এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ সুরেশ সরকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সাধন মজুমদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু শ্রী কুমার গুহ নিয়োগী, বাবু নিশি রঞ্জন সাহা, বাবু কমলেশ চন্দ্র রায়, উপাদক্ষ যত্নেশর দেবনাথ, প্রভাত চন্দ্র সরকার, অধ্যাপক হিতৈষী মানিক চন্দ্র বসু, সুবোধ সেন গোবিন্দ মজুমদার, মদন গাজী, জয় দে সরকার, শুভ চৌহান, সুদর্সন সিংহ কৃষ্ণ, প্রবীর বর্মন, ইউপি সদস্য বিষু বৈষ্ণব, তাপস পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, অন্যান্যদের মধ্যে বেরিবাইদ ইউনিয়নের সকল সনাতনি মানুষের উপস্থিতি তে সর্বসম্মতি ক্রমে বেরিবাইদ ইউনিয়ন এর সম্মেলন অনুষ্ঠিত হয়। বেরিবাইদ ইউনিয়ন এর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি হিসেবে নির্বাচিত হন মাগন্তি নগর বটতলা পূজা কমিটির সভাপতি বাবু খোকন বর্মন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তরুন সমাজ সেবক বেরিবাইদ ইউনিয়নের বাবু গনেশ বৈষ্ণব, অধ্যাপক সুশিল কুমার দাস আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.