তন্ময় দেব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বিদ্যুৎ স্পর্শ হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে
নিহত শ্রমিকের নাম রাজু মিয়া ( ১৮) তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলী ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল ৮ টার দিকে উপজেলা সদরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ২য় তলার কাজের সময় পাশে থাকা এডিবির বিদ্যুৎ লাইনে লেগে গুরুতর আহত হয় রাজু মিয়া ।
সঙ্গে সঙ্গে সহকর্মীরা আহত রাজু কে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিশাত তামান্না আহত রাজু কে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান বিদ্যুৎপিষ্ঠে আহত রাজু মিয়া হাসপাতালে পৌঁছার পুর্বেই মারা গেছেন।
এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং
হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ।
এবিষয়ে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান মৃত রাজু মিয়ার লাশে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.