রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। “দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যকে নিয়ে রাজারহাট উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা সহ অনেকে উপস্থিত ছিলেন।