মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে মধুপুর কেন্দ্রে বাদ পড়া ভোটারদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বাদ পড়া ভোটারদের পক্ষে হাইকোর্টে রিট করেন সুপ্রীম কোর্টের আইনজীবি মোহাম্মদ আলী।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ অক্টোবর টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে মধুপুর কেন্দে ১৫৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৪ জন। বাকী ৭৩ জন ভোটার তাদের ভোট দিতে পারেনি। এ কারনে ভোটার ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে তফসিল কালীন সময়ে যে তালিকা হয়েছিলো পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ঐ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন ও পুরানো সদস্যদের মধ্যে যারা নির্বাচনে পরাজিত হয়েছে সেই সকল সদস্যদের নাম আজকে নির্বাচনের ভোটার তালিকা নেই। ফলে নতুন ও পুরোনো অনেক ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এতে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রার্থী ও বাদপড়া ভোটারদের অভিযোগ, তারা ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোট দিতে পারেননি। ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বাড়ী ফিরে যান।
রিটকারি আইনজীবি মোহাম্মদ আলী জানান, জেলা পরিষদ নির্বাচনে মধুপুর কেন্দ্রে যোগ্য ভোটাররা বাদ পড়ায় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দেয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট পিটিশনটি আমলে নিয়ে এক মাসের জন্য ১ নং কেন্দ্রের নির্বাচন স্থগিতাদেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.