এম এ হান্নান প্রতিনিধিঃকিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা বনগ্রাম টু ভিটিপাড়া রোডে গুইল বিলে নামক স্থানে অটো রিকশা নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে চালক নিহত হয়। এ দুর্ঘটনা ঘটনা নিহত মোঃ কামরুল ইসলাম (২৬)উপজেলা বনগ্রাম ইউনিয়ন কুড়িয়াপাড়া গ্রামে কামালের ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি (মিশুক) নিয়ে সড়কে বের হয় কামরুল । দুপুরে ২টার দিকে মুরগী ফিট নিয়ে বনগ্রাম বাজারে থেকে ভিটিপাড়া যাচ্ছিল এসময় নয়াপাড়া গুইল বিলে স্থানে নিয়ন্তন হাড়িয়ে উল্টে ফিট বুজাই অটোরিকশাটি তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় অটোচালক কামরুল । কটিয়াদী থানা ওসি এস এম সাহাদাত হোসেন জানান, কামরুল ইসলাম লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে।