মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি): কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মূখর পরিবেশে শাহেদল ও আড়াইবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজলার গলাচিপা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাহেদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকেলে উপজেলার ধূলজুরী মড়লবাড়ী ইদগাহ মাঠে আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দুই ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নে সফল ভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সম্মেলন দুটিতে উদ্বোধনী বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ,আড়াইবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই চাঁনমিয়া,পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিষদ সম্পাদক এবিএম অহিদুল্লাহ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাসুদুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহীদ মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল হাসান সোজাদ,ছাত্রলীগের সভাপতি মুখলেছুর রহমান মোখলেছ প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সেলিম মাহমুদ খান।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় সংগীতের সাথে মুক্ত আকাশে পায়রা উড়ানো হয়।
সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত করা হয়। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আনন্দ বিরাজ করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.