মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরে নিখোঁজের ২দিন পর করতোয়া নদী থেকে মনির হোসেন(১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে শাহাজাদপুর থানা পুলিশ।
নিহত মনির হোসেন (১৮) শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে।
সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করতো।
শনিবার (১২ নভেম্বর ) ভোরে জেলার শাহাজাদপুর উপজেলার করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের ফুপাতো ভাই শাহজাদপুর পৌরসভার কম্পিউটার অপারেটর ইমরান হোসেন জানান, মনির হোসেন (১৮) গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর রুপপুরে তার মরদেহ নদীর ভেসে থাকা দেখে ওদের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশ অবহিত হয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে স্বজনদের আহাজারি ও কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। নিহতের মরদেহ দেখতে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমিয়েছে নদী পাড়ে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.