মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে গাজাঁসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে ভৈরব বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে লাবিবা পরিবহনের যাত্রিবাহী বাস থেকে ৪ মাদককারীকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ব্র্যাক্ষণ বাড়িয়া জেলার কসবা থানার হরিপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ ইয়ামিন (২৬), একই থানার কালামুড়িয়া গ্রামের শামসু্ল হকের পুত্র মোঃ সোহেল মিয়া, নোয়াখালীর বেগম গঞ্জের জিততলী গ্রামের আবদুল হাইয়ের পুত্র মোঃ আলবি (২১) ও শেরপুর জেলার শ্রীবরদি থানার বারারচর গ্রামের আহাত উল্লাহ মন্ডলের পুত্র মোঃ সুমন মন্ডল (২৬)। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার শহীদ উল্ল্যাহর দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় লাবিবা পরিবহনের বাসে করে মাদকপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বডি ফিটিং অবস্থায় ১২ কেজি গাজাঁসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।