তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার ত্রী-বার্ষিক সম্মেলন আগামী ২৬ নভেম্বর সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথী হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।বিশেষ অতিথী হিসেবে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার বক্তব্য রাখেন।
আরোও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছালেহ সফি গেন্দা,অর্থ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল,সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন,জামালপুর পৌর সভার মেয়র ছানোয়ার হোসেন ছানু,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ।এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান.ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।