আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পুষ্টিসমৃদ্ধ উচ্চ মূল্যের শষ্য উৎপাদনে উৎসাহিত করার জন্য পিয়াজ বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে ৪২ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫কেজি করে বীজ বিতরণ করা হয়।
বিআরডিবি মধুপুরের সভাপতি নুরুল আলম খান রাসেলের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমূখ।
এ সময় পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগিদের মাঝে ৭লাখ টাকার আবর্তক ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.