আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
রবি/ ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্রা সরিষা, সুর্যমুখী,শীতকালীন পেয়াজ,মসুর, ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ হাজার ৭০জন কৃষককে তৈলজাতীয় শষ্যবীজ ও শীতকালীন সবজি বীজ ও সার প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরিষা বীজ ও সার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এই কার্যক্রম উদ্বোধন করনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা প্রমূখ।
উপজেলার ৪ হাজার ৭০জন কৃষককে প্রণোদনা কর্মসুচির আওতায় সার ও বীজ প্রদান করা হবে। অপরদিকে রবি /২০২২-২৩ মৌসুমে পূণর্বাসন কর্মসূচীর আওতায় সাম্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৪০ জন কৃষকেরর নিকট বিনামূল্যে আগাম শীত কালীন সবজীর বীজ বিতরণের উদ্বোধন করা হয়।