তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন।প্রধান অতিথী হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি ডিজিটাল উদ্ভাবনী মেলার ১২ টি ষ্টলের মধ্যে থেকে বিজয়ী ও অনান্যদের শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।বিশেষ অতিথী হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন উপস্থিত ছিলেন। আরোও বক্তব্য রাখেন,সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:বদরুল হাসান,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।উক্ত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা/কর্মচারী,দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।